ভাষা:
বিয়ানীবাজারবাসীর ভাষার মধ্যে আলাদা এক ধরনের স্বকীয়তা লক্ষ্য করা যায়। সিলেটের আঞ্চলিক ভাষার সাথে মিল পাওয়া যায় অনেক। এ উপজেলার আনুমানিক ৮০(আশি) হাজার অধিবাসী প্রবাসে স্থায়ী ও অস্থায়ীভাবে বাস করেন। এত বিপুল সংখ্যাক জনগন প্রধানত ইংল্যান্ড, আমেরিকা ও মধ্যপ্রাচের বিভিন্ন দেশে বসবাস করে। যার ফলে বিদেশী ভাষার একটি প্রভাব এখানকার জনসাধারণের মধ্যে লক্ষ্য করা যায়।
সংস্কৃতি:
বিয়ানীবাজার তথা সিলেট ভাটি অঞ্চলে অবস্থিত হওয়া এখানে বাউল, মুর্শিদী, জারী, সারি গানের কদর সবচেয়ে বেশি। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, শিতলং শাহ, মরমী কবি হাসান রাজা, রাধারমন এর মতো সাধক কবি শিল্পীদের প্রভাব এ অঞ্চলের সংস্কৃতিতে পাওয়া যায়। এ ছাড়াও ধর্মীয় রীতি নীতি পালন করে এখানকার জনগন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS