Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

বিয়ানীবাজার উপজেলা খনিজ সম্পদে সমৃদ্ধ। উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে রয়েছে

প্রাকৃতিক গ্যাস।

খনিজ বালি।

 

প্রাকৃতিক গ্যাস: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনাধীন ২ টি কুপ এই উপজেলায় অবস্থিত।

 

বালি: বিয়ানীবাজার উপজেলার প্রধান নদী কুশিয়ারা, সুরমা ও সোনাই। প্রতিবছর বর্ষার সময় উজান থেকে পানি নেমে আসে। তার সাথে প্রচুর পরিমান পলি ও বালি থাকে। বিয়ানীবাজার উপজেলার ৫টি বালুমহাল অবস্থিত।

প্রধান প্রধান বালুমহালগুলো-

১। আঙ্গারজোড় বালুমহাল

২। আঙ্গুরা মোহাম্মদপুর বালুমহাল

৩।কুশিয়ারা বালুমহাল

৪। নয়াদুবাগ বালুমহাল

৫। গজুকাটা বালুমহাল

৬। সোনাই নদী বালুমহাল