পরিচিতি ও আয়তন :-
অতি প্রাচীন কাল হতে বিয়ানীবাজারে জনবসতি শুরু হয়। হিন্দুদের বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থে যে পঞ্চখন্ডের বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে এক খন্ড হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা।
এই উপজেলার দক্ষিণ পাশ দিয়ে সুনাই নদী,উত্তর সীমানা বরাবর সুরমা নদী এবং মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী এতদঞ্চলে ও মেঘনা নদীর সাথে জলপথের যোগাযোগ রক্ষা করে চলেছে।এ উপজেলার আয়তন প্রায়২৫১বর্গ কিলোমিটার(২৫,০৭২হেক্টর)। তন্মধ্যে জলাশয় ও নদী যথাক্রমে ৬ ও৭ বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে কানাইঘাট,পূর্বে জকিগজ্ঞও ভারত দক্ষিণে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা এবং পশ্চিমে গোলাপগজ্ঞ উপজেলা।সিলেট জেলা সদর থেকে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব ৫২ কিলোমিটার। প্রবাসী অধ্যূষিত এ উপজেলায় বর্তমানে লোকসংখ্যা প্রায় ০২ লক্ষ ১০ হাজার ০৩শ জন। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ২.৫২ ভাগ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS