গ্রাম-পাতন,মোল্লাপুর ইউনিয়ন,বিয়ানীবাজার,সিলেট।
সিলেট শহর হতে বাস, প্রাইভেট কার, সিএনজি প্রভৃতি যোগে যাওয়া যায়।
বিয়ানী বাজার উপজেলা সদর থেকে প্রাইভেট কার, সিএনজি, কিংবা রিক্সা যোগে দক্ষিন দিকে ৯ নং মোল্লাপুর ইউনিয়নের সামনের রাস্তা দিয়ে মোল্লাপুর ইউনিয়ন অফিস সংলগ্ন(ইউনিয়ন থেকে প্রায় ০.৫ কিমি. দূরে) পাতন গ্রামে গেলেই এই নান্দনিক ভবনটি দেখতে পাওয়া যায়।
0
মালিক মহল ব্যক্তিগত মালিকানাধীন একটি একতলা নান্দনিক ভবন। এটি বিয়ানীবাজার উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়নের অন্তর্গত পাতন গ্রামে অবস্থিত। সিলেট শহর হতে প্রায় ৫৫ কি.মি. এবং বিয়ানী বাজার উপজেলা হতে প্রায় ৩ কি.মি. দূরত্বে অবস্থিত।
পাতন গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল করিম তাঁর পিতার নাম অনুসারে সম্প্রতি এই নান্দনিক ভবনটি তৈরী করেন। এই ভবনটি দেখতে খুবই চমৎকার। ভবনটির সুন্দর কারুকার্য আর এমন সিস্টেমে লাইটিং এবং রং করা যা, সূর্যদ্বয়ের সময় এক রং, আবার সূর্যাস্থের সময় অন্য রং , রাত্রে ভিন্ন রং ধারণ করে। ভবনটির বাহিরের সৌন্দর্য খুবই মনোরম। প্রতিদিন বেশ কয়েকজন দর্শনার্থী এই ভবনটি দেখতে আসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস