১৯৪৯ সালের নানকার ঐতিহাসিক নানকার বিদ্রোহের স্মৃতি বিজড়িত সানেশ্বর উলুউরি গ্রামের মধ্যবর্ত্তী সুনাই নদীর তীরে নির্মিত নানকার বিদ্রোহের শহিদদের স্মরণে স্মৃতি সৌধটি বাঙ্গালীর প্রথম সশস্ত্র বিদ্রোহের স্মারক। বিট্রিশ রাজত্বের অবসান হলেও থেকে গিয়েছিল বিট্রিশের বি্ট্রিশের চালু করা জমিদারী ও নিকৃষ্ট নানকার প্রথা। এই বিদ্রোহের কালেই নানকার প্রথা ও জমিদারী বিলুপ্ত হয়ে ছিল। বাঙ্গালীর প্রথম এই সফল বিদ্রোহের প্রাণ দিয়ে ছিলেন ৬ জন কৃষক। ইতিহাসও শেকড় সন্ধানীরা ঘুরে আসতে পারেন নানকার বিদ্রোহের সুতিকাগার সানেশ্বর উলুউরি গ্রাম। সুনাই নদীর তীরে বসে দেখে আসতে পারেন শহীদ স্মৃতি সৌধটি। জানাতে পারেন শ্রদ্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস