অত্র বিদ্যালয় ৪ নং রিশিকুল ইউনিয়নে অবস্থিত। পূর্বে চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় ৪ কি:মি: কাকন হাট উচ্চ বিদ্যালয় ৫ কি:মি: উত্তরে মান্ডইল উচ্চ বিদ্যালয় ৫কি:মি: দক্ষিনে বামলাহাল উচ্চ বিদ্যালয় ৭ কিলোমিটার।
অত্র বিদ্যালয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ এলাকার স্কুলগামী ছাত্র/ছাত্রীদের কথা বিবেচনা করে একটি হাই স্কুল প্রতিষ্ঠার কথা চিন্তা করে এবং এলাকার গরীব আদিবাসি ছাত্র/ছাত্রীদের কথা বিবেচনা করে ১৯৯৬ সালে জনাব মাহাতাব উদ্দিন কাদমা হাই স্কুলের নামে ৫০ শতক জমি দান করেন এবং ০১/০১/১৯৯৭ সালে কাদমা নিম্ন মাধ্যমিক বিদ্যলয় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে ৯ম শ্রেনী খোলার জন্য আরও ২৫ শতক জমি মাহাতাব উদ্দিন দান করেন।২০১০ সালে ৯ম শ্রেনীর পাঠদানের অনুমতি পায়। কিন্তু অদ্যবধি প্রতিষ্ঠানটি এম,পি,ও ভুক্ত হয়নি। |
৬ষ্ঠ শ্রেণী: ছাত্র-৪১ জন : ছাত্রী- ৩৯ জন | ৭ম শ্রেণী: ছাত্র- ২৯ জন : ছাত্রী- ৩৮ জন | ৮ম শ্রেণী: ছাত্র- ২৩ জন : ছাত্রী- ১৪জন |
৯ম শ্রেণী: ছাত্র- ১৬ জন : ছাত্রী- ১৩জন |
|
|
০৫ সদস্য বিশিষ্ঠ নির্বাহী কমিটি সভাপতি মো: গোলাম মোর্ত্তজা শেখ,সচিব এ,কে,গোলাম মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক। |
জেএসসি ২০১০ - ৭০%,২০১১ - ৮৩%। |
সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা উপবৃত্তি চালু আছে। এখানে মোট ১১৪ জন শিক্ষার্থী অন্তর্ভক্ত। |
জ্ঞানের আলো ছড়ানোর বাহক,অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠার কারণে শিক্ষিতের হার সহ পাশের হার এবং শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি হওয়ায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। হেতু কর্মসংস্থান,স্যাটেশনসহ বিশুদ্ধ পানির ব্যবহার,খেলাধুলা,বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহন এবং সহ শিক্ষা কার্যক্রম এর উন্নয়ন ঘটেছে। এর ফলে বিদ্যালয়টি অত্র এলাকার সামাজিক কুসংকার,অপকর্ম,নৈতিক চরিত্রের অবক্ষয় রোধে ব্যপক ভুমিকা পালন করেছে। |
অত্র এলাকায় প্রথমিক বিদ্যালয় আছে। আগামীতে সরকারের নীতিমালা অনুযায়ী অত্র বিদ্যালয়টি মহাবিদ্যালয়য়ে করার পরিকল্পনা আছে। |
গ্রাম: কদমা,ডাক: চব্বিশনগর , উপজেলা:গোদাগাড়ী,জেলা: রাজশাহী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস