ইনোভেশন সংক্রান্ত বাৎসরিক কর্মপরিকল্পনা
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট।
বিবেচ্য বছরঃ ২০১৬
ক্র: নং |
বিষয় |
প্রস্তাবিত বিষয় (গৃহীতব্য কাজের নাম) |
বাস্তবায়নকাল |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুণগত ও পরিমাণগত কী পরিবর্তন আসবে) |
পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরি হয়েছে কি না তা পরিমাপের মানদন্ড) |
|
---|---|---|---|---|---|---|---|
শুরুর তারিখ |
সমাপ্তির তারিখ |
||||||
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
1. |
ই-সেবা ও ই-ফাইলিং কার্যক্রম চালু করা |
দাপ্তরিক কাজ কর্ম ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা এবং ই-সেবা ও ই-ফাইলিং কার্যক্রম চালুকরণ |
০১-০২-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
সরকারি সেবা সহজে জনগনের দোরগোড়ায় পৌছানো সম্ভব হবে |
সেবা প্রদান সংক্রান্ত দলিলপত্র |
2. |
ইনোভেশন টিমের সভা |
উপজেলা ইনোভেশন টিমের সভা প্রতি মাসে আহবান করা |
০১-০১-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
বিভিন্ন দপ্তরে গৃহিত ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি পর্যালচনার মাধমে ইনোভেশন কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত হবে |
মাসিক সভার রেজুলেশন |
3. |
আইডিয়া ম্যানেজমেন্ট ও স্কেলআপ |
বিভিন্ন দপ্তরের সেবাসমূহ অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিকট হতে উদ্ভাবনী ধারণা নিয়মিত প্রাপ্তির উদ্দেশ্যে টেন্ডার বক্সের অনুরূপ উপজেলা প্রশাসন ফেইসবুক পেজে ইনোভেশন বক্স চালু করা |
০১-০৪-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনা পাওয়া যাবে ও সেবাসমূহ অধিকতর জনবান্ধব করা যাবে
|
ফেসবুক পেইজ ও অনলাইনে ইনোভেশন বক্স এর লিংক |
4. |
প্রতি মাসে ইনোভেশন টিমের সভায় আইডিয়া বক্স এবং অনলাইনে প্রাপ্ত আইডিয়াসমূহ যাচাই ও বাছাই করা |
প্রতি মাসের প্রথম সপ্তাহ |
প্রতি মাসের প্রথম সপ্তাহ |
জনাব পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার |
যাচাই-বাছাই সংক্রান্ত কাগজপত্র |
||
5. |
প্রতি মাসে বাচাই করে প্রাপ্ত আইডিয়া বাস্তবায়ন করার প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ ও বাস্তবায়ন |
পরবর্তী মাসের প্রথম সপ্তাহ |
পরবর্তী মাসের প্রথম সপ্তাহ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
অনুমোদন ও বাস্তবায়ন সংক্রান্ত দলিলপত্র |
||
6. |
উপজেলা প্রশাসনেরকর্মকর্তাগণ কর্তৃক বাস্তবায়িত আইডিয়া পর্যালোচনার পর তা বাস্তবায়ন করা (স্কেলআপ) |
০১-০১-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
আইডিয়া বাস্তবায়ন সংক্রান্ত দলিল |
||
7. |
শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্লাব গঠন |
মাল্টিমিডিয়া যন্ত্রাংশ প্রাপ্ত বিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ক্লাব গঠন ও আইসিটি চর্চা |
০১-০২-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মো: মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা আইসিটি জ্ঞান লাভ করতে পারবে ও তা বাস্তবে প্রয়োগ করতে পারবে |
শিক্ষক ও শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান যাচাই |
8. |
নেশা মুক্ত ছাত্র সমাজ গঠনে মাল্টিমিডিয়া |
নেশা মুক্ত ছাত্র সমাজ গঠনকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতি ০৩ মাস পর পর মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্যাম্পেইন করা |
০১-০১- ২০১৬ |
৩০-১২-২০১৬ |
উপজেলা ইনোভেশন টিমের সকল সদস্য |
নেশা মুক্ত ছাত্র সমাজ গঠন করা যাবে |
মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্যাম্পেইন সংশ্লিষ্ট ছবি |
9. |
ইউনিয়ন পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ |
ইউনিয়ন পর্যায়ে পাইপ লাইনের মাধ্যমে আর্সেনিক ও আয়রনমুক্ত নিরাপদ পানি সহজে ও সাশ্রয় মূল্যে জনগনের মধ্যে সরবরাহ করা |
০১-০৩-২০১৬ |
৩১-১২-২০১৬ |
শাহ মুহম্মদ লুটন, উপ-সহকারী প্রকৌশলী (জনসাস্থ্য) |
জনগণ সহজে ও সাশ্রয় মূল্যে নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পাবে |
সংশ্লিষ্ট জনগনের জীবন মান |
10. |
অধঃস্তন অফিসের ইনোভেশন কার্যক্রম তদারকি |
উপজেলার সকল দপ্তরের ইনোভেশন টিমসমূহ সক্রিয় করা এবং প্রতিমাসে ইনোভেশন টিমসমুহের সভা নিশ্চিত করা |
০১-০১-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
ইনোভেশন কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে ও কার্যক্রম সহজ হবে |
উপজেলার সকল দপ্তরের ইনোভেশন টিমসমূহের অনুষ্ঠিত সভার কার্যবিবরণী |
11. |
উপজেলা প্রশাসনের অধীন দপ্তরসমূহ হতে ইনোভেশন সংক্রান্ত বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন নিশ্চিত করা, কর্মপরিকল্পনা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা |
০১-০১-২০১৬ |
৩১-০৮ ২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
ইনোভেশন কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে , সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হবে। |
উপজেলা প্রশাসনের অধীন দপ্তরসমূহ কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনার কপি |
|
12. |
ইনোভেটরদের আর্থিক সহায়তা প্রদান |
উপজেলার আওতাধীন সরকারী দপ্তরের কর্মকর্তাগণের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা প্রদান করার জন্য সহায়তা ফান্ড গঠন করা |
১৫-০৫- ২০১৬ |
৩০-১১-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
ইনোভেটরদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, ফলে তারা সহজে ও সঠিক ভাবে কাজটি সম্পন্ন করতে পারবে |
আর্থিক সহায়তা প্রদান করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ বা দলিলপত্র |
13. |
পুরস্কার প্রদান |
উপজেলার আওতাধীন দপ্তরসমুহে কর্মরত আইডিয়া প্রদানকারী সেরা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার প্রদান |
০১-১২-২০১৬ |
৩১-১২- ২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
গৃহিত ইনোভেশন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হবে এবং আরো নতুন নতুন উদ্ভাবনী ধারণা প্রদান ও বাস্তবায়নে উৎসাহী হবে |
পুরস্কার প্রদান করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং এ সংক্রান্ত ছবি |
14. |
পার্টনারশিপ বা নেটওয়ার্কিং |
সেবা পদ্ধতি সহজীকরণ, ই-ফাইলিং, ইনোভেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য এটুআই ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান/অংশীজন চিহ্নিতকরণ ও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে |
০১-০৫-২০১৬ |
৩০-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
ইনোভেটরদের নতুন কিছু উদ্ভাবনে এবং এসংক্রান্ত কার্যক্রম সহজে পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রদান করা যাবে। |
প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত দলিলপত্র |
15. |
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার |
সেবায় উদ্ভাবন প্রক্রিয়ার বিষয়ে মতামত গ্রহণের জন্য ই-মেইল ব্যবহারের পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ (যেমন- ফেসবুক পেইজ, টুইটার ইত্যাদি আরো জনপ্রিয় করা) |
০১-০৫-২০১৬ |
৩১-০৮- ২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
ইনোভেটরদের মাঝে যোগাযোগ সহজ হবে ফলে একে অন্যেরসাথে ইনোভেটিভ ধারণা ও কাজকর্ম শেয়ার করা সহজ হবে |
সংশ্লিষ্ট পেইজ লিংক |
16. |
প্রকাশনা ও ডকুমেন্টেশন |
উপজেলার আওতাধীন সকল দপ্তর হতে প্রাপ্ত আইডিয়াসমূহ সংরক্ষণ করা এবং প্রতি ৪ মাস অন্তর অন্তর ইনোভেশন সংক্রান্ত ই-নিউজলেটার প্রকাশ করা, সংশ্লিষ্টদের নিকট ই-মেইলে প্রেরণ, সংরক্ষণ ও ওয়েবসাইটে প্রকাশ করা |
০১-০৪-২০১৬ |
৩১-১২-২০১৬ |
মুঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার |
নতুন নতুন উদ্ভাবনে সংশ্লিষ্টদের উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পাবে |
প্রকাশিত ডকুমেন্ট |
(মুঃ আসাদুজ্জামান)
উপজেলা নির্বাহী অফিসার
ও
উপজেলা ইনোভেশন অফিসার
বিয়ানীবাজার, সিলেট।
Innovation Content Type
কর্ম পরিকল্পনা
Innovation File